পুরুষের বন্ধ্যাত্ব সমস্যা বাড়ছে, যেসব বিষয় জানা জরুরি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৫:৫৫
অনেক নারীই বন্ধ্যাত্বের সমস্যায় ভুগে থাকেন। তবে জানেন কি? শুধু নারীরাই নয়, পুরুষরাও এই সমস্যায় ভুগে থাকেন। বরং নারীর চেয়েও দেড় শতাংশ বেশি হারে পুরুষরা বন্ধ্যাত্বে ভুগেন।
গবেষণায় জানা গেছে, প্রতি ৬ জোড়া দম্পতির এক জোড়া সন্তানহীনতার শিকার। শহরাঞ্চলে বন্ধ্যাত্বের হার বেশি। আইএসএআর এর হিসেবে ২০১৯ সালে এ দেশে সন্তানহীন দম্পতির সংখ্যা ছিল ২ কোটি ৭৫ লক্ষ।
সমীক্ষায় জানা গেছে, নারীর তুলনায় দেড় শতাংশ বেশি বন্ধ্যাত্বের সমস্যা দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে। ভারতীয় স্ত্রী রোগ বিশেষজ্ঞ অভিনিবেশ চট্টোপাধ্যায় জানান, নারীদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ও জেনিটাল টিবির জন্য বন্ধ্যাত্ব দেখা যায়। সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসার সাহায্যে সমস্যা সারিয়ে তোলা যায়।
- ট্যাগ:
- লাইফ
- বন্ধ্যাত্ব
- পুরুষের স্বাস্থ্য