![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fe3c5fef4-3735-489f-a43f-49c571227247%252Fpompeo.jpg%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
শ্রীলঙ্কাকে ‘বুলিং’ করছে যুক্তরাষ্ট্র: চীন
শ্রীলঙ্কাকে নিয়ে যুক্তরাষ্ট্র ‘বুলিং’ করছে বলে অভিযোগ তুলেছে চীন। ওয়াশিংটন শ্রীলঙ্কার উদ্দেশে বলেছে, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির কাছে চীনের সঙ্গে সম্পর্ক কঠিন, তবে প্রয়োজনীয়। এ নিয়ে পছন্দের বিষয়টি তাদেরই নির্ধারণ করতে হবে।