শীতের শুরুতেই কফ-কাশি! সুস্থ থাকুন এই সাত ভেষজ চায়ের গুণে
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১২:২১
শেষ হয়েছে পুজো। সেই সঙ্গে বাতাসে হিমেল পরশ। আর্দ্রতা কেটে গিয়ে শুষ্ক ভাব জানান দিচ্ছে শীত আসছে। বাড়ছে কুয়াশাও। কখনও ঠান্ডা, কখনও গরম এই তাপমাত্রার তারতম্যের কারণেই সর্দি-গলাব্যথা খুব সহজেই ধরে যাচ্ছে।
সেই সঙ্গে নাক দিয়ে জল পড়া, গা-হাতপায়ে ব্যথা এসব তো আছেই। এই সময়টা সবারই একটু সাবধানতা অবলম্বন করা উচিত। খুব প্রয়োজন না থাকলে সরাসরি ফ্যানের হাওয়া গায়ে না লাগানোই ভালো। এসিও বন্ধ রাখুন।