যা থাকছে মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে

বাংলা ট্রিবিউন জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৯:০০

আগামী ৮ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশন বসলেও ওইদিন শুরু হচ্ছে না বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম। প্রথম দিনের বৈঠকটি চলবে সাধারণ অধিবেশনের আদলে। এরপর এক বা দুই দিন বিরতি দিয়ে শুরু হবে বিশেষ অধিবেশনের বৈঠক। বিশেষ অধিবেশনের এ বৈঠকে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ বৈঠকে যোগ দিতে পারবেন কোভিড-১৯ নেগেটিভ সব সংসদ সদস্য। দর্শক গ্যালারিতেও বিশেষ কিছু অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। সুযোগ থাকবে গণমাধ্যমকর্মীদের সংসদে প্রবেশের। সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ২১ অক্টোবর একাদশ জাতীয় সংসদের অধিবেশনটি আহ্বান করেন। ২০২০ সালের পঞ্চম এ অধিবেশনটিকে মুজিব বর্ষের বিশেষ অধিবেশন হিসেবে আহ্বান করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ২২ মার্চ এই একাদশতম সংসদের বিশেষ অধিবেশন (সপ্তম অধিবেশন) আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি। এ অধিবেশন দুই দিনব্যাপী অনুষ্ঠানের কথা ছিল। তবে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ার কারণে শেষ সময়ে রাষ্ট্রপতি তা স্থগিত করেন।

দেশে করনো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পাশাপাশি সব ধরনের অফিস-আদালত খুলে দেওয়ার প্রেক্ষাপটে সর্বশেষ নতুন করে এ অধিবেশন ডাকা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও