![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/26/og/205444_bangladesh_pratidin_Coxsbazar.jpg)
বখাটের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর সন্তান নষ্ট!
কক্সবাজারের চকরিয়া উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বখাটের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ কুলছুমা বেগমের (২২) ২ মাসের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে বিষয়টি জানাজানি হয়। কুলছুমা ওই এলাকার মো. রিয়াজ উদ্দিনের স্ত্রী।