সংযুক্ত আরব আমিরাতে চলছে ক্রিকেট বিশ্বের বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু ঝমকালো এ আসরটি ভারতের হলেও একে কেন্দ্র করে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদনই বসছে জমজমাট জুয়ায় আসর। বাজির নামে এমন জুয়াতে নিঃস্ব হচ্ছেন অনেকেই। যাদের বেশিরভাগই তরুণ।
‘এই ওভারে ছক্কা হবে। কারা পক্ষে এবং কারা বিপক্ষে বাজি ধরবেন?’ এমন করেই হাঁক ছাড়ছেন একজন, আর উপস্থিত দর্শকরা পক্ষে-বিপক্ষে একটা নির্দিষ্ট অংকের বাজি (জুয়া) ধরছেন। আইপিএল ঘিরে সিলেট নগরীতে এমন করেই চলছে রমরমা বাজি বাণিজ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.