
আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা শনিবার
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
শ্রদ্ধা নিবেদনের পরে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে বলে তার নামে গড়া আহমদ রফিক ফাউন্ডেশন জানিয়েছে।
শুক্রবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহমদ রফিকের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে শনিবার বেলা ১১টায়। ফাউন্ডেশনে আয়োজনে সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ।
পরে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক মরণোত্তর দেহ দান করে গেছেন।
বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে আহমদ রফিকের জীবনাবসান হয়। তার বয়স হয়েছিলো ৯৬ বছর।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন আহমদ রফিক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রদ্ধা নিবেদন
- আহমদ রফিক