ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অনেকটা গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছ ব্যালট বক্সসহ স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা আটটি সরঞ্জামের ৮০ শতাংশ ইতোমধ্যে এসে গেছে। ভোটকেন্দ্র প্রস্তুত, নতুন দলের নিবন্ধন, দায়িত্বপালনকারীদের প্রশিক্ষণের কাজও চলমান। সবমিলিয়ে ইসিতে বাজছে নির্বাচনি ডামাডোল, অপেক্ষা শুধু তফসিল ঘোষণার।
সূত্র জানায়, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে নির্বাচন সামগ্রীর বিতরণ কার্যক্রম সম্পন্ন করবে ইসি। এর মধ্যে থাকবে- ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, কালিসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সব উপকরণ। এবার স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হচ্ছে গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ এবং গানি ব্যাগ।