দুর্গাপূজার আধ্যাত্মিক ও বাহ্যিক চেতনা
দুর্গাপূজা মহাশক্তি, বিশ্বপ্রকৃতি ও বিশ্বশক্তির বিচিত্র প্রকাশ সামগ্রিক শক্তির সম্মিলিত রূপ। দেবী দুর্গার ভারতী, গিরিজা, অম্বিকা, মহেশ্বরী, কৌমারী, ভদ্রকালী, চণ্ডী ইত্যাদি নামে ও বিচিত্র রূপে বিরাজিত। মূলত সেই ব্রহ্মরূপা, ব্রহ্মময়ী, মহামায়া, সর্বব্যাপিনী এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তিরূপিনী ঈশ্বর। দুর্গতি নাশ, সৌহার্দ্য, সম্প্রীতি, সাম্য, মৈত্রী, মিলন, কল্যাণ ও শুভবাণী নিয়ে জ্যোতির্ময়ী আদ্যশক্তি জগৎ মাতা দেবী দুর্গা কৈলাস থেকে বছরে তিন ঋতুতে মর্তলোকে আবির্ভূত হন।
অশুভ শক্তির ধ্বংস, ঐশ্বর্য জ্ঞান, সিদ্ধি ও বিজয়ের জন্য মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীর উদ্দেশ্যে দুর্গার পূজা-অর্চনায় আশীর্বাদ প্রার্থনা করেন।আদ্যশক্তি ব্রহ্মময়ী অপরূপ শোভামণ্ডিত, ত্রিনয়না ও অনিন্দ্য সৌন্দর্যের মূর্ত প্রতীক। মাতৃরূপে তিনি সর্বজীবে অবস্থান করেন। দশভুজা দুর্গার ১০টি হাত অস্ত্রসহ অন্যান্য উপকরণে সজ্জিত রণমূর্তির সঙ্গে জ্ঞানের দেবী সরস্বতী,
- ট্যাগ:
- মতামত
- বাহ্যিক রুপ
- শারদীয় দুর্গাপূজা