যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে বাইডেন-হ্যারিসের পক্ষে গাড়ি-প্যারেড করেছেন ওয়াশিংটন ডি.সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার বিকেলে আলির্টনে কাবাব কিং রেস্টুরেন্টের পার্কিং লট থেকে শুরু হয়ে লি হাইওয়ে হয়ে হোয়াইট হাউজের পাশ দিয়ে ম্যারিল্যান্ড যায় ‘বাংলাদেশিজ ফর বাইডেন’ ব্যানারে এ গাড়ি বহর। এতে অংশ নেন শরাফত হোসেন বাবু, আনিকা রহমান, জিয়াউদ্দিন, জাকির হোসেন, তোফায়েল আহমেদ, করিম সালাহউদ্দিন, আসিফ রহমান মুকিত, জাহিদ কাদের, কবিরুল ইসলাম, গোলাম মোস্তফা, শাহজালাল সুমন, আবুল কালাম আজাদ ও মো. বাবর।