You have reached your daily news limit

Please log in to continue


অতীতের সব রেকর্ড ভাঙল মোংলা বন্দর জেটি

পাঁচটি জাহাজ এক সঙ্গে বার্থিং করায় অতীতের সব রেকর্ড ভেঙে বাণিজ্যিক জাহাজে পরিপূর্ণতা পেয়েছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলা বন্দর জেটি। রোববার রাতে মোংলার জেটিতে অবস্থান করছে লাইবেরিয়ার পতাকাবাহী জেনারেল কার্গো নিয়ে এমভি ডেইজি, সিংগাপুরের পতাকাবাহী কন্টেইনার নিয়ে এমভি কোটারিয়া/০৪৭৯ ডব্লিউ, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার নিয়ে এমভি কোটাহরম্যাট, পানামা পতাকাবাহী প্রজেক্ট কার্গো নিয়ে এমভি হনর পেসক্যার্ডস ও মালয়েশিয়া পতাকাবাহী গাড়ি নিয়ে এমভি মালয়েশিয়া স্টার জাহাজ। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান রাতে জানান, বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষপেরে ফলে মোংলা এখন ক্রমশই উন্নতির দিকে ধাপিত হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন