কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে জাহেদুল ইসলাম নামে এক শিশু নিখোঁজ রয়েছে। রোববার দুপুরে কলাতলী পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জাহেদুল কক্সবাজার পৌরসভার পূর্ব কলাতলীর আদর্শগ্রাম এলাকার সোলতান আহমদ ও সাবেকুন্নাহার দম্পতির সন্তান। সে ঈদগাঁও এলাকার একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র।
সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান নিখোঁজ শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, রোববার দুপুরে তিন বন্ধুর সঙ্গে কলাতলী পয়েন্ট সৈকতে গোসল করতে নামে জাহেদুল। একপর্যায়ে তারা স্রোতের টানে সাগরে ডুবে যেতে থাকলে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা দুইজনকে উদ্ধার করেন। কিন্তু জাহেদুলের খোঁজ পাওয়া যায়নি। তবে মায়ের দেয়া বিবরণ মতে কাপড় পরিহিত জাহেদুলও ভিড়ের সময় সাগর থেকে উঠে এসেছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন। এরপরও আমরা তল্লাশি চালাচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.