‘নির্দিষ্ট প্রার্থী’র জন্য আবার যোগ্যতা শিথিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট প্রার্থীকে নিয়োগ দিতে শিক্ষাগত যোগ্যতা আবারও শিথিল করার অভিযোগ উঠেছে। দুটি বিভাগে আটজন শিক্ষক নিয়োগ দিতে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে ‘শর্ত’ জুড়ে দিয়ে চলমান নীতিমালার চেয়েও যোগ্যতা কমানো হয়েছে।
এর আগে ২০১৭ সালে শিক্ষক নিয়োগ নীতিমালা উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে যোগ্যতা কমিয়ে দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এম আবদুস সোবহান ও তাঁর নেতৃত্বাধীন প্রশাসন। এর মাধ্যমে কম যোগ্যতায় শিক্ষক হন উপাচার্যের কন্যা ও জামাতা। এ রকমভাবে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম যোগ্য ৩৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্তের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাঁদের নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়ার সুপারিশ করেছে। এ নিয়ে সমালোচনার মধ্যেই নতুন করে দুটি বিভাগে এমন নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।