আজ ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৪০০ পর্যটক

বাংলা ট্রিবিউন সেন্টমার্টিন, কক্সবাজার প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ০৭:০৯

সেন্টমার্টিনে বেড়াতে এসে আটকে পড়া চার শতাধিক পর্যটক রবিবার (২৫ অক্টোবর) ফিরছেন বলে জানা গেছে। বৈরী আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে তারা দ্বীপে আটকে ছিলেন। বিকালে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজে তাদের ফেরার কথা রয়েছে। গত বুধবার কক্সবাজারের পর্যটকবাহী জাহাজ ও নৌযানে ভ্রমণে এসে তারা আটকে পড়েন। অন্যদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় টেকনাফে আটকে পড়েন দ্বীপের দেড়শ’ মানুষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ'র চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কাল পরিস্থিতি ভালো থাকলে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাবে। ওই জাহাজে করে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও