দুর্ঘটনায় মৃত্যু, পথ অবরোধ

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ০৩:১১

পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। জখম তাঁর ছেলেও। শনিবার পূর্ব বর্ধমানের গলসির পুরষা গ্রামের মাঝেরপুলের ঘটনা। তার পরেই এলাকাবাসীর একাংশ রাস্তার ধারে ট্রাক দাঁড় করিয়ে রাখা যাবে না, এই দাবিতে প্রায় আধ ঘণ্টা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করেন।আউশগ্রামের বাসিন্দা আজমীরা বেগমকে (৫০) নিয়ে তাঁর ছেলে শেখ রাজীব মোটরবাইকে পুরষায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পারাপারের সময়ে একটি গাড়ি বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজমীরার। জখম রাজীবকে বাসিন্দারা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ফিরোজ আহমেদ, লালন শেখদের অভিযোগ, ‘‘এক্সপ্রেসওয়ের দু’দিকে সবসময় গড়ে একশোটা ট্রাক দাঁড়িয়ে থাকে। ফলে বাড়ছে দুর্ঘটনা। পুলিশকে বলেও লাভ হয়নি।’’ এক পুলিশকর্তা জানান, কয়েক বার ট্রাকগুলি সরানো হলেও দু’-এক দিন পরেই রাস্তার ধারে ট্রাক রেখে দেওয়া হয়। এ দিন এলাকাবাসীর দাবি মেনে ট্রাকগুলি সরানো হয়।সপ্তমীর রাতে পুরুলিয়ার রঘুনাথপুরে লক্ষ্মীকান্ত বাউড়ি (৩০) নামে নড়িরা গ্রামের এক যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। বাইকে সাঁওতালডিহি থেকে ফেরার সময় তিরঘুনাথপুর-চেলিয়ামা রাস্তায় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। রঘুনাথপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় লক্ষ্মীকান্তের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও