সামাজিক ব্যাধি রোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
সামাজিক ব্যাধি রোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা কারিকুলামেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, সামাজিক ব্যাধিগুলো শুধু নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়।
এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ নিতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ বিষয়ে শিশুবেলা থেকেই শিক্ষা দিতে হবে। তিনি বলেন, এর পরও সমাজে অপরাধ ঘটে। এর বিচারের জন্য আইনি ব্যবস্থা আরও সুসংহত হয়েছে এবং প্রয়োগও সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।পৌর নির্বাচন সম্পর্কে দীপু মনি বলেন, চাঁদপুর পৌরসভায় এত বড় বিজয় আগে কখনও হয়নি।