উৎসবের মরশুমে মশলাদার খাবার খেয়ে অস্বস্তি? দেখে নিন কী করবেন
এই সময় জীবনযাপন ডেস্ক: পুজো মানেই জমিয়ে খাওয়া। আর অষ্টমী, নবমী, দশমীতে খাওয়া যে একটু লাগাম ছাড়া হবে তা বলাই বাহুল্য। পুজোতে ডায়েট? সারা বছর যাঁরা কড়া ডায়েটের মধ্যে থাকেন তাঁদেরও একথা বললে হইহই করে তেড়ে আসবেন। যে কোনও উৎসবের সঙ্গেই খাওয়া-দাওয়ার একটা বিশেষ যোগসূত্র রয়েছে। এবারে যদিও পরিস্থিতি অন্যরকম, কিন্তু পেটপুজোয় বিন্দুমাত্র লাগাম নেই। রেস্তোরাঁ হোক কিংবা বাড়িতে কবজি ডুবিয়ে খাওয়া হবেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.