পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় নদী বন্দর কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদ-নদী উত্তাল হয়ে ওঠায় বৃহস্পতিবার থেকে এসব লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।পটুয়াখালীর নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটির সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।এদিকে গত তিনদিনের ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসে বিপর্যস্ত পটুয়াখালীর মানুষজন। বিভিন্ন স্থানের নিন্মাঞ্চল তলিয়ে গেছে এবং কোথায়ও কোথায় দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.