মৌলভীবাজারে কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মজুদ ১৯১ বোতল বিভিন্ন জাতের ভারতীয় মদসহ পুলিশি অভিযানে নার্গিস আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার মদের মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা। আটক নারী উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় গ্রামের মাদক ব্যবসায়ী শাহীন আলমের স্ত্রী। শুক্রবার সকালে গোপন সংবাদে ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ধলাইপার গ্রামের শাহীন আলম ও তার স্ত্রী নার্গিস আক্তার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিপুল পরিমাণ মদ বিক্রির জন্য রাখা হয়েছে- এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ী শাহীন আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.