২৪ ঘণ্টার মধ্যে রাবি উপাচার্যের অপসারণ দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীসহ দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাবি শাখা ছাত্র ফেডারেশনের দফতর সম্পাদক অন্তু বিশ্বাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে রাবি শাখা ছাত্র ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট বলেন, প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের ঘটনা শুধু ক্যাস্পাসের ভাবমূর্তিই নষ্ট করে না বরং পুরো শিক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেয়। আমরা দায়িত্বরত কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের তীব্র নিন্দা জানাই এবং তাদের অপসারণ চাই।