![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F7cce5fc6-2c04-45c7-8cd9-e669f26b9d4c%252F20201018_153208_01_02.jpeg%3Frect%3D0%252C1222%252C3024%252C1588%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সুন্নাহ এ কাচ্চির পূজা অফার
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৭:৫৪
পূজা উপলক্ষে সুন্নাহ এ কাচ্চি দিচ্ছে বিশেষ অফার। ২৪৯ টাকার লুচি ও রসালো চিকেন সেট এখন পাওয়া যাবে মাত্র ১৯৯ টাকায়।
শখের বশে শুরু এই প্রতিষ্ঠান পেয়েছে রসনাবিলাসীদের সাড়া ও প্রশংসা। গত বছর শখের বশে অনলাইনে কাজাখস্তানি, উজবেকিস্তানি ও আফগানি পদ্ধতিতে মাটন দম বিরিয়ানি বা আমাদের কাচ্চির রেসিপির সংমিশ্রণে একটা বিরিয়ানি করা হতো শুধু শুক্রবারে। বিক্রি হতো ফেসবুক পেজের (facebook.com/sunnahekacchi) মাধ্যমে। কল্পনাতীত সাড়া সত্ত্বে খুব বেশি দিন চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে সাময়িক বিরতির পর পুনরায় শুরু হয়েছে সম্প্রতি।
- ট্যাগ:
- লাইফ
- অফার
- কাচ্চি বিরিয়ানি
- পূজার রেসিপি