You have reached your daily news limit

Please log in to continue


চাপে হুয়াওয়ে

চলতি বছরের প্রথম ৯ মাসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ শুক্রবার হুয়াওয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাস মহামারিতে ব্যবসা পরিচালনায় ব্যাপক চাপ ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পেতে সমস্যার কারণে তাদের আয় কমেছে। বিশ্বের টেলিকম যন্ত্রাংশের অন্যতম শীর্ষ সরবরাহকারী ও শীর্ষ স্মার্টফোন উৎপাদনকারী হুয়াওয়ে। তাদের দাবি, গত ৯ মাসে তাদের মোট ৬৭৩ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান (১০০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) রাজস্ব আদায় হয়েছে। গত বছরের তুলনায় তা ৯ দশমিক ৯ শতাংশ বেশি। তবে গত বছরের প্রবৃদ্ধির যে হার ছিল তার তুলনায় ২৪ দশমিক ৪ শতাংশ কম হয়েছে এবার। তাদের গড় মুনাফার হার ৮ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমে এসেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন