ট্রাম্পকে ‘ক্রেজি আঙ্কেল’ বললেন ওবামা
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে জো বাইডেনকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সম্প্রতি পেনসিলভানিয়ায় হোয়াইট হাউসের প্রার্থী হিসেবে জো বাইডেনের পক্ষে প্রচারণায় বারাক ওবামা ট্রাম্পকে ‘ক্রেজি আঙ্কেল’ বলে মন্তব্য করেছেন। তার মতে, ট্রাম্প বর্ণবাদকে উৎসাহিত করছেন।
অপরদিকে, নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনী ফলাফল নিয়ে ওবামার ভুল বোঝাবুঝির বিষয়টি নিয়ে উপহাস করেছেন।
এরইমধ্যে অনেক অঙ্গরাজ্যের জনগণ আগাম ভোট দিয়েছেন। ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এই ফলাফলে এগিয়ে আছেন। বিভিন্ন অঙ্গরাজ্যে ৪২ মিলিয়নেরও বেশি মানুষ অগ্রিম ভোট প্রদান করেছেন।