 
                    
                    কোহলির এক কথাতেই সিরাজের বাজিমাত
                        
                            এনটিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৪:১৫
                        
                    
                কলকাতা নাইট রাইডার্সকে পাত্তাই দিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ৩৯তম ম্যাচে কলকাতাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বিরাট কোহলির দল। ম্যাচটিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ সিরাজ। মূলত তাঁর বোলিংয়ের সামনেই মুখ থুবড়ে পড়েন কলকাতার ব্যাটসম্যানেরা। সিরাজের এই দুর্দান্ত বোলিংয়ের পেছনে রসদ জুগিয়েছেন অধিনায়ক কোহলি। ম্যাচ শেষে অধিনায়কের কাছ থেকে পাওয়া আত্মবিশ্বাসের কথা অকপটে জানালেন সিরাজ। আবুধাবিতে দুর্দান্ত এক স্পেলে কলকাতাকে ধসিয়ে দেন সিরাজ। চার ওভারে জোড়া মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে পরপর দুই ওভারে মেডেন নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সির
- ট্যাগ:
- খেলা
- বিরাট কোহলি
 
                    
                