![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F391aa02a-1160-41b3-8d5e-046ab54712c3%252Fd.jpg%3Frect%3D0%252C13%252C700%252C368%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ফরম পূরণের কিছু টাকা ফেরত পেতে পারেন পরীক্ষার্থীরা
প্রথম আলো
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১১:০১
এইচএসসি ও সমমানের পরীক্ষা ফির জন্য নেওয়া (ফরম পূরণের টাকা) টাকার কিছু অংশ পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার কথা ভাবছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা কার্যক্রমের জন্য নেওয়া টাকা যেসব খাতে খরচ হয়নি, তা ফেরত দেওয়ার চিন্তাভাবনা চলছে। এইচএসসি পরীক্ষার ফি বাবদ বিভাগভেদে শিক্ষার্থীরা দুই থেকে আড়াই হাজার টাকা জমা দিয়েছেন।
৭ অক্টোবর সরকার ঘোষণা দেয়, করোনার সংক্রমণের কারণে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে না। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে ফরম পূরণের টাকা ফেরতের দাবি তোলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এইচএসসি
- ফরম পূরণ
- এইচএসসি পরীক্ষা