৯ জনকে অচেতন করে দুই পরিবারের টাকা-স্বর্ণালংকার লুট
নোয়াখালীর সদর উপজেলায় দু'টি পরিবারের লোকজনকে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে ঘরের সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের দু'টি ঘরে এ ঘটনা ঘটে। ওই দু'টি পরিবারের ৯ জন নারী-পুরুষকে অচেতন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার বিনোদপুর গ্রামের ডাক্তার বাড়ির আব্দুর রহমানের ঘরে ও একই গ্রামের সেরাজল হক মাওলানার বাড়ির সফিকুর রহমানের ঘরের সদস্যরা মঙ্গলবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ডাক্তার বাড়ির পরিবারের সবাইকে মঙ্গলবার গভীর রাতে ও মাওলানা বাড়ির পরিবারের সবাইকে বুধবার সকালে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুই পরিবারের অসুস্থ ৯ জন হলেন- পশু চিকিৎসক আব্দুর রহমান (৮০), তাজুল ইসলাম (৩৫), শফিকুর রহমান (৬০), জান্নাতুল মাওয়া বীথি (২২), মিনু বেগম (৪৫), নিপুর (২০), রোকেয়া বেগম (৭০), নিলু আক্তার (৩৫), মুন্নিয়া (১০)। তাদের মধ্যে তাজুল ইসলাম, রোকেয়া বেগম ও নিলুফা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। বিকাল ৫টা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বর্ণ লুট
- অচেতন
- চেতনানাশক