জনকণ্ঠে প্রকাশিত ‘জামায়াত আওয়ামী লীগের ভেতরে ট্রয়ের ঘোড়া’ প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ
দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘জামায়াত আওয়ামী লীগের ভেতরে ট্রয়ের ঘোড়া’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বুধবার একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘বুধবার দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘জামায়াত আওয়ামী লীগের ভেতরে ট্রয়ের ঘোড়া’ শিরোনামে প্রকাশিত আব্দুল গাফ্ফার চৌধুরীর মন্তব্য প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মন্তব্য প্রতিবেদনটিতে তিনি জামায়াতকে নিয়ে যে মিথ্যাচার করেছেন তা বাস্তবতাবিবর্জিত, মনগড়া এবং জামায়াতের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু নয়।
জামায়াতে ইসলামী, ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি সংগঠন। জামায়াত সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়ে থাকে। দাওয়াতি তৎপরতার কারণেই জামায়াত আজ মানুষের হৃদয়ে এক অনন্য উচ্চতায় স্থান লাভ করেছে। আর এসব কারণেই আব্দুল গাফ্ফার চৌধুরীর মতো লোকেরা দিশেহারা হয়ে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.