You have reached your daily news limit

Please log in to continue


সানজিদার হলুদের ছবিতে মুগ্ধ আইসিসি

বিয়ের সানাই বাজছে জাতীয় দলের ক্রিকেটার সানজিদার। বিয়ের আগে হলুদ অনুষ্ঠানের সাজে ক্রিকেট মাঠে তার উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। এই পোশাকে ব্যাট হাতে সানজিদার ছবিতে মুগ্ধ বিশ্বক্রিকেট নিয়ন্ত্রকসংস্থা আইসিসিও। সানজিদার হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আইসিসি লিখেছে, ‘ক্রিকেটারের বিয়ের ছবি যেমন হওয়া চাই’।কনে বাংলাদেশ নারী জাতীয় দলের ব্যাটসম্যান সানজিদা ইসলাম জীবনসঙ্গী হিসেবে বেছেও নিয়েছে আরেক ক্রিকেটার মীম মোসাদ্দেককে। ১৬ অক্টোবরের গায়ে হলুদের পরের দিন রংপুরেই হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। আসলে সানজিদার জীবনটাই ক্রিকেটময়। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। তিন বছরের মধ্যেই ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়। এর দুই বছর পরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৫৪ ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৮ সালে এশিয়া কাপ জয়ী দলের সদস্যও ছিলেন এই ব্যাটার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন