![](https://media.priyo.com/img/500x/https://thumbor-stg.assettype.com/prothomalo/2020-04/a0ccb312-3e6d-4d69-bda7-fb81bae04000/palo_bangla_og.png)
হবিগঞ্জে প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার
প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ তাঁদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। আজ বুধবার সকাল ৬টা থেকে হবিগঞ্জ-সিলেটসহ ৯টি রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
প্রশাসনের সঙ্গে বৈঠকে বাস মালিক-শ্রমিক পরিষদের নেতারা বলেছেন, আগামী ৭ নভেম্বরের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে পুনরায় তাঁরা ধর্মঘটে যাবেন।