আমাজন সফল দুই পিৎজায়
প্রথম আলো
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ০৮:০০
আমাজন তখনো এত বড় হয়নি। ই-কমার্স প্রতিষ্ঠানটির শুরুর দিকের ঘটনা বলা যায়। প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস একদিন ঘোষণা দিয়ে বসলেন, আমাজনে যেকোনো অভ্যন্তরীণ মিটিংয়ে সদস্যসংখ্যা ঠিক করা হবে দুই পিৎজার নিয়ম মেনে। মানে, দুটি পিৎজায় যেন মিটিংয়ে অংশ নেওয়া সবার খাবার হয়ে যায়।
খাবারের বিল বাঁচিয়ে সিনেমা দেখতে যাওয়া বেজোসের উদ্দেশ্য ছিল না। তিনি চেয়েছিলেন, মিটিংগুলো ফলপ্রসূ করতে; কার্যকরী করে তুলতে।