![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F44cb24e4-3e30-4ef8-a027-f2712bb5204a%252FFaridpur_DH0539_20201019_faridpur_pic_02.jpg%3Frect%3D0%252C81%252C720%252C378%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ভাঙ্গার ইউএনওর গুলিবর্ষণের ঘটনায় তদন্ত প্রতিবেদন ডিসির কাছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খানের গুলিবর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এ ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপক কুমার রায়কে আহ্বায়ক করে গতকাল সোমবার রাতে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
কমিটি আজ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ সম্পূর্ণ করে বিকেলে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দিয়েছে।