ভরসা পাচ্ছেন না ভর্তিচ্ছুরা, অভিভাবকদের মনেও উৎকণ্ঠা
পরীক্ষা নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তির নীতিগত সিদ্ধান্ত নিলেও সেই পরীক্ষা কোন পদ্ধতিতে কী প্রক্রিয়ায় হবে তা নিয়ে এবার অনিশ্চয়তায় পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ভর্তি পরীক্ষা অনলাইনে নিতে উপাচার্যদের বৈঠকে প্রাথমিকভাবে প্রস্তাব এলেও তা সম্ভব হবে কি-না সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর নীতি নির্ধারকদের মনে। করোনা মহামারীর মধ্যে এইচএসসি পরীক্ষার আয়োজন করা ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে পরীক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সেই হিসেবে এবার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার অপেক্ষায় রয়েছে অন্তত নয় থেকে দশ লাখ শিক্ষার্থী। প্রতি বছর বিপুল শিক্ষার্থী স্নাতক পর্যায়ে পড়তে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে নামে। তবে এবার করোনা মহামারীর কারণে অন্য পরীক্ষাগুলোর মতো এই ভর্তির আয়োজনও সম্ভব হচ্ছে না। এই অবস্থায় গত শনিবার বৈঠকে বসেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।