![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsunk-20201019111550.jpg)
শখের বশে মাছ ধরতে গিয়ে প্রাণ নিয়ে টানাটানি
রাতের বাঁকখালীতে শখের বশে নৌকায় চড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই যুবক। সোমবার সকাল ১০টা পর্যন্ত নিখোঁজদের পাওয়া যায়নি। কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে রোববার (১৮ অক্টোবর) রাত ১২টার দিকে নৌকা ডুবির এ ঘটনায় তারা নিখোঁজ হন। নিখোঁজরা হলেন,
কক্সবাজার শহরের নতুন বাহারছড়ার মো. ইউনুস (৩৫) ও মো. বেলাল (২২)। এ সময় আব্দুর শুক্কুর (৩২) নামে তাদের অপর সঙ্গী সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় সূত্র জানায়, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান ইউনুস, বেলাল ও আব্দুর শুক্কুর।