You have reached your daily news limit

Please log in to continue


হিরো আলম বাংলাদেশী সুপারস্টার, বলছে গুগল

বাংলাদেশি ফিল্ম সুপারস্টার লিখে গুগলে খুঁজলে কার নাম প্রথমে আসেন জানেন? হিরো আলমের। বাংলাদেশি ফিল্ম সুপারস্টার লিখে সার্চ করলেই শুরুর বেশ কয়েকটি লিংক আসে ফেসবুক ও ইউটিউবে আলোচিত নাম আশরাফুল আলম ওরফে হিরো আলমের। বর্তমানে যার ‘সাহসী হিরো আলম’ ছবিটি দেশের প্রায় অর্ধশত সিনেমা হলে চলছে। গুগল সার্চে হিরো আলমকে নিয়ে তৈরি করা দুটি কনটেন্ট প্রথমে দেখা যাচ্ছে গুগলে। আরও অবাক করার বিষয় হলো এই দুটির একটিও হিরো আলমের পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়নি। দুটি চ্যানেলের একটি নিউজপয়েন্টটিভি চ্যানেল অ্যাবাউটে ‘ভারত সরকারের ডিজিটাল কনটেন্ট এজেন্সি’ লেখা আছে। এই চ্যানেল থেকে হিরো আলমকে নিয়ে তৈরি করা ভিডিওটি পোস্ট করা হয়েছে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর। রোববিবার পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশিবার দেখা হয়েছে এই ভিডিও। গুগলে আসা দ্বিতীয় লিংকটি খুশ বায়ারওয়া নামের এক ভারতীয় যুবকের ব্যক্তিগত চ্যানেল। এই ভিডিওটির লোকেশনও দেখাচ্ছে ভারতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন