রঙতুলিতে মূর্ত হচ্ছে দেবীর রুপ
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৫:০৪
করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি হচ্ছে। শিল্পীদের নিপুণ হাতে ইতোমধ্যে মাটির কাজ শেষে চলছে রঙ তুলির কাজ। শিল্পীর রঙতুলির আঁচড়ে গড়ে তোলা হচ্ছে দশভূজা দেবী দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অশ্বরের বিনাশ কল্পে মা দুর্গা এই ধরাধামে আবির্ভূত হয়। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, সমাজ থেকে অন্যায় অবিচার গ্লানি দূর করার জন্যই এই পূজার আয়োজন। আগামী ২২-২৬ অক্টোবর পাঁচ দিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হবে।