![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F4904b7c3-a5ff-4dfa-84b0-9690c4a2c4ee%252Fchina_us.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
চীনের প্রতি পাশ্চাত্যের বৈরিতা কোভিড-১৯ সংকট এসে ম্লান করে দিয়েছিল। কিন্তু এখন যেকোনো মুহূর্তে এটি আবার সামনে চলে আসতে পারে। এ উত্তেজনা বিশ্বকে একটা উভয়সংকটে রেখেছে।
চীনের যেহেতু অর্থনৈতিক শক্তি ব্যাপক। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অন্য অর্থনৈতিক পরাশক্তিগুলোর ব্যর্থতা নিশ্চিতভাবেই চলতি সংকট উতরাতে সাহায্য করেনি।