![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/10/17/dmc-infant-171020-01.jpg/ALTERNATES/w640/dmc-infant-171020-01.jpg)
‘ভালো আছে’ দাফনের আগে নড়ে ওঠা শিশুটি, নামও পেয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফন করার আগে নড়েচড়ে ওঠা শিশুটির নাম মরিয়ম রেখেছে তার পরিবার। শিশুটির বাবা ইয়াসিন মোল্লা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে এখন ভালো আছে। এখনও নিওনেটাল ওয়ার্ডে আছে।”গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন ও শাহিনুর বেগমের দ্বিতীয় সন্তান মরিয়ম।