![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/07/a5b90effedcc55978006e38c73f21e81-5f5614c9657c3.jpg?jadewits_media_id=687293)
সরকারের আশ্বাসে ইন্টারনেট-ডিশ সংযোগ ধর্মঘটের সিদ্ধান্ত স্থগিত
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১৮:৫৯
সরকারের আশ্বাসে সারাদেশে ইন্টারনেট ও ডিশ সংযোগ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করলো আইএসপিএবি ও কোয়াব। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে সংগঠন দুটির ডাকা জরুরি সংবাদ সম্মেলনে সরকারের কাছ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়।