দক্ষিণের সুন্দরী অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। বলিউডেও তার সফল পদচারণা। এখানে তিনি উপহার দিয়েছেন ‘বরফি’র মতো আরও অনেক দর্শকপ্রিয় সিনেমা। কাজ করছেন সমানতালে আরও বেশ কিছু চলচ্চিত্রে। সেই ধারাবাহিকতায় ‘আনফেয়ার এন্ড লাভলি’ নামের একটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন এই লাস্যময়ী। এই ছবিতে তাকে রণদীপ হুদার বিপরীতে দেখা যাবে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।
সেখানে বলা হয়েছে, মুভি টানেল প্রোডাকশনগুলোর সঙ্গে সনি পিকচারস ফিল্মস ইন্ডিয়ান মিলে তৈরি করবে এই ছবিটি। এখানে ভারতীয় নারীদের শরীরের রং নিয়ে উদ্ভূত সমস্যা ও সমাধানের গল্প বলা হবে। দেখানো হবে হরিয়ানা অঞ্চলের চিত্র। ছবিতে ইলিয়ানার চরিত্রের নাম লাভলি। যাকে শরীরের রং নিয়ে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.