![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fayub-bachchu.jpg%3Fitok%3DR8BAGff7)
আইয়ুব বাচ্চুই প্রথম বাংলাদেশি শিল্পী যার গান সংরক্ষণ করছে সরকার
আগামীকাল আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগের দিন জানা গেল আইয়ূব বাচ্চুর গান সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো শিল্পীর যার গান সংরক্ষণ করা হচ্ছে সরকারি উদ্যোগে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কপিরাইট রেজিস্টার জাফর রাজা চৌধুরী।