কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্যায় কমেছে সুপারির ফলন, ঋণ চান চাষিরা

ডেইলি বাংলাদেশ পিরোজপুর প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১০:১০

দেশে সুপারির অন্যতম উৎপাদনকারী এলাকা হিসেবে দক্ষিণাঞ্চলের সুপরিচিত জেলা পিরোজপুর। এ বছর চলমান বন্যা ও করোনায় সুপারির ফলন কমে গেছে প্রায় চার ভাগের দুই ভাগ। বর্তমান সময়ে সুপারি বাজার জমজমাট থাকার কথা তবে প্রাকৃতিক দুর্যোগে নেই সুপারি ক্রেতা-বিক্রেতাদের ভিড়।
অল্প কিছু সুপারি হাটে উঠলেও তার দাম চড়া। কৃষকরা বলছে, স্বল্প সুদে সরকার ঋণের ব্যবস্থা করতে পারলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব। আর বিভিন্ন পরামর্শের কথা জানায় কৃষি বিভাগ। বাংলাদেশে পান-সুপারির চাহিদা মেটাতে একটা বড় অংশ আসে পিরোজপুর জেলা থেকে। সুপারি উৎপাদনে দক্ষিণাঞ্চলের সুপরিচিত এ জেলার বিভিন্ন স্থান। এক সময় দেশে উৎপাদিত সুপারির বড় অংশ পিরোজপুর সদর উপজেলার চলিশা বাজারে বেচা-কেনা হতো। বর্তমানে জেলার গাজিরহুলা, চৌরাস্তা, তালুকদারহাট, মিয়ারহাট, ধাবড়ী, নতুনবাজার, কেউন্দিয়া ও চলিশা বাজারসহ বিভিন্ন বাজারে ছোট-বড় হাটে বেশি সুপারি কেনা-বেচা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও