কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল ম্যাপের সাহায্যে ১১ বছর পর বাড়িতে ফিরল অপহৃত নাবালক

বাংলাদেশ প্রতিদিন ইন্দোনেশিয়া প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ০৮:২৮

বর্তমান সময় আসলে প্রযুক্তির যুগ। যে দেশ প্রযুক্তির দিক থেকে যত উন্নত, সেই দেশ তত এগিয়ে। অনেক কঠিন কাজও এখন সহজ হয়ে যায় ও দ্রুততার সঙ্গেই সম্পন্ন হয় প্রযুক্তির সাহায্যে। এবার এই প্রযুক্তিই দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে দিলো পরিবারের কাছে। শুনতে অবাক লাগলেও ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্র্যাগেন প্রদেশ সাক্ষী থেকেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনার। পাঁচ বছর বয়সে অপহৃত হওয়া বালক ১১ বছর পর পরিবারের কাছে ফিরে এলো গুগল ম্যাপের সাহায্যে। আর সেটি সম্ভব হয়েছে প্রযুক্তির দৌলতেই।

ইরভান ওয়াহিয়ু আনজাসোরো নামে ওই বালক ৫ বছর বয়সে অপহৃত হন। পাড়ার একটি ভিডিও গেমের দোকান থেকে বাড়ি ফেরার সময় এক লোক তাকে বাড়িতে পৌঁছে দেবে বলে লিফট দিতে চায়। কিন্তু ছোট্ট ইরভান গাড়িতে ওঠার পরই, বাড়ির দিকে নিয়ে আসার পরিবর্তে তাকে অন্য জায়গায় নিয়ে যান তিনি। এরপর ইরভানের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। অত্যাচার, ঠিক মতো না খেতে পাওয়ার সঙ্গেই চলেছিল রাস্তায় খেলা দেখানোর প্রশিক্ষণ। ওই ব্যক্তির সঙ্গেই পথে পথে ঘুরে খেলা দেখাতে দেখাতেই দিন কাটতে থাকে তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও