নায়ক-নায়িকার ‘অন্যরকম’ ভিডিও ভাইরাল, তারপর যা করলো নায়ক
নায়ক ও নায়িকা- এই দুইজনের কী সম্পর্ক তা নিয়ে মানুষের মনের জল্পনা সব সময়ই থেকে যায়৷ মানুষ নিজেদের মনে ভাবতে পছন্দ করেন এদের মধ্যে নিশ্চয় পেশাদার সম্পর্কের চেয়ে বেশি কিছু হয়ত আছে। যাত্রা-থিয়েটারের জমানা থেকে এখনকার সিনেমা, টেলি সিরিয়াল সর্বত্রই মূল নায়ক-নায়িকাকে ঘিরেই তৈরি হয় গল্প। সেই সূত্র ধরেই তাদের জীবন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে থাকে৷
আর যারা এই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছেন তারা মানুষের এই আগ্রহকে মূল করেই গল্পের জাল বুনে চলেন৷তবে এই নায়ক-নায়িকাদের বিনোদনের স্ক্রিপ্ট নিয়ে মানুষের মধ্যে যে রকম আগ্রহ থাকে তেমনিই তাদের লাইমলাইটের বাইরের জীবন নিয়েও থাকে আগ্রহ৷আর তাই তাদের ছবি দেখা গেলে কিংবা এক ঝলক অন্যরকম ভিডিও দেখা গেলে তা ভাইরাল হতে সময় নেয় না মোটেই ৷
সেইরকমই একটি নায়ক-নায়িকা জুটির অন্যরকম ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.