![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/10/16/image-187557.jpg)
যে নিয়মে দূর হয় শিশুদের কোষ্ঠকাঠিন্য
বাড়ন্ত বয়সের শিশুদের অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগে। বিষয়টা শিশুরা চেপে যেতে চায়। অনেক অভিভাবকরাও সন্তানের কোষ্ঠকাঠিন্যের লক্ষণ বুঝতে দেরি করেন। বাচ্চাদের যে শুধুমাত্র অনিয়মিত মলত্যাগ না করলেই কোষ্ঠকাঠিন্য হবে তা নয়। বরং অনেক বাচ্চা রোজই মলত্যাগ করছে অথচ তা স্বাভাবিক নয়, প্রকৃতপক্ষে একেই কোষ্ঠকাঠিন্য বলা হয়।
অভিভাবকদের কেউ কেউ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ছোট বয়স থেকে বাচ্চাকে ওষুধ খাওয়াতে চান না। কিন্তু তাতে শিশুর কষ্ট বাড়তেই থাকে। তাই আপনার সন্তানের কোষ্ঠকাঠিন্যের সমস্যা নজরে এলেই দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
সাধারণত দেড়-দু বছরের মধ্যে শিশুরা স্বাভাবিক খাবারে অভ্যস্ত হতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রে তখন থেকেই শুরু হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। তিন থেকে পাঁচ বছরের শিশুরা এই সমস্যায় বেশি ভোগে। তবে সময়মতো চিকিৎসা না করলে দশ বছর পর্যন্ত কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলতে থাকে।
- ট্যাগ:
- লাইফ
- শিশুদের অসুখ
- কোষ্ঠকাঠিন্য