প্লেন থেকে দেখা গেল এয়াপোর্টের কছেই জেটপ্যাকে উড়ন্ত মানব

বিডি নিউজ ২৪ লস অ্যাঞ্জেলস প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ২১:১৩

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (এলএএক্স) পাশে জেটপ্যাক নিয়ে উড়ছিলেন এক ব্যাক্তি। দুই মাসের মধ্যে এমন ঘটনা ঘটেছে দুই দফা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, চায়না এয়ারলাইনস-এর এক ক্রু বলেছেন, মনে হচ্ছিলো ছয় হাজার ফুট ওপরে, এলএএক্স-এর সাত মাইল উত্তর-পশ্চিমে কেউ জেটপ্যাক নিয়ে উড়ছিলেন।

বিবিসি’র প্রতিবেদন বলছে, এই ঘটনার পাশাপাশি সেপ্টেম্বরে এমন আরেকটি ঘটনা তদন্ত করছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।

উভয় ঘটনায় কোনো বিপদ ঘটেছে কি না, সে বিষয়টি স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।

জেটপ্যাক হলো এমন একটি ডিভাইস যা ব্যক্তির পেছনে বেঁধে রাখা হয়। গ্যাস বা তরল জ্বালানির মাধ্যমে জেট ইঞ্জিন ব্যক্তিকে বাতাসে ভাসিয়ে রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও