কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৪০ দিনের মধ্যে দেশে কম মৃত্যু

ঢাকা টাইমস স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১৬:৩১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, যা ১৪০ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৮ মে দেশে ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট পাঁচ হাজার ৬০৮ জন মারা গেলেন করোনায়।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ১৬০০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ২৬ হাজার ৫৫২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই লাখ ৯৯ হাজার ২২৯।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও নারী ৬ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও