![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F4171ee73-5efc-4f1f-bb0d-edebc9b6db6a%252F5ba787f1531712e17d8f9c50b766771e_5e9343bc1cc1d.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ববিতার ছেলের নাম ভাঙিয়ে প্রতারণা
প্রথম আলো
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ০৯:০০
‘আপনি আমাকে চেনেন? আই অ্যাম অনীক, দ্য সন অব অ্যাকট্রেস ববিতা ম্যাডাম’, ‘আচ্ছা, আমার আম্মুর সাথে আপনার পরিচয় বা দেখাসাক্ষাৎ হতো?’, ‘আমার রিয়াজ মামার সাথে আপনার কথা হয়?
আম্মুর চাচাতো ভাই রিয়াজ আহমেদ সিদ্দিকী। আমি মোবাইল নাম্বার দিচ্ছি আপনাকে।’ ফেসবুকে এমন অনেক কথোপকথনের স্ক্রিনশট পাঠিয়েছেন দেশবরেণ্য অভিনয়শিল্পী ববিতা।