বাণিজ্যিক ব্যাংক সব নয়, বিকল্প জরুরি
অর্থনৈতিক উন্নয়ন ও তার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বাণিজ্যিক ব্যাংকসহ অন্যান্য আমানত সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো কার্যকর অবদান রাখতে পারে। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে শুধু বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা বৃদ্ধি ও বিস্তারই শেষ কথা নয়। অন্যান্য ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা ও তার বহুমুখীকরণের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তি ও সেবাদান সম্ভব।
দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম। বৃহত্তর অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত সংগ্রহকারী প্রতিষ্ঠান। বিধিবদ্ধভাবে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারে এ রকম আর্থিক প্রতিষ্ঠানের ধরন খুব বেশি নয়। বাণিজ্যিক ব্যাংকের বাইরে সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন, সেভিংস ব্যাংক এবং ক্রেডিট ইউনিয়ন, সব মিলিয়ে এই চার ধরনের আর্থিক প্রতিষ্ঠানই মূলত বিধিবদ্ধ আমানত সংগ্রহকারী আর্থিক প্রতিষ্ঠান।