
তুমুল বৃষ্টিতে ভাসছে অন্ধ্র! তেলেঙ্গানায় বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা, মৃত বেড়ে ১৮
গভীর নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জনজীবন। দুই রাজ্যেরই বিভিন্ন এলাকায় জল জমেছে। তেলেঙ্গানায় বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮। আগামী দু দিনও প্রবল বৃষ্টির পূর্বভাস থাকায় বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা প্রশাসন।
সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'গত ১২ ঘণ্টা ঘরে প্রবল বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের নির্দেশে মুখ্যসচিব সোমেশ কুমার আজ বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।