![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/10/13/7043a2b05c9e191951bc9fe3b4c4fc7a-5f85a52b8e910.jpg?jadewits_media_id=693490)
জগন্নাথপুরে কবিরাজের কথায় যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
সুনামগঞ্জের জগন্নাথপুরে কবিরাজের কথায় মোবাইলফোন চুরির অভিযোগ এনে এক সুবেল মিয়া নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার যুবকের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার প্রধান আসামি জুনু মিয়াকে গ্রেফতার করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কবিরাজ
- মধ্যযুগীয় নির্যাতন